মৃন্ময়
‘মৃন্ময়’ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সামাজিক কল্যাণমুখী সংগঠন। সংগঠনের প্রধান কার্যালয় দেবোত্তর বাজার, আটঘরিয়া, পাবনা। ঢাকায় একটি কার্যালয় আছে। সংগঠনটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক, বিজ্ঞানমনস্ক ও কল্যাণমুখী। ১ জানুয়ারি ২০১৭, হৃদয়ে সবুজ আশা নিয়ে মৃন্ময়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মৃন্ময় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে অসহায় মানুষের চাহিদা পূরণে এবং তাদের পাশে থাকার সামাজিক দায়বদ্ধতার তাগিদ নিয়ে কাজ শুরু করেছে। সমাজের মানুষগুলোকে সাস্থ্যসচেতন করাই মৃন্ময়ের মূল উদ্দেশ্য। লক্ষ্য ‘মৃন্ময়’ একটি অলাভজনক অরাজনৈতিক সংস্থা, যা মানবিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে দেশব্যাপী মানুষকে সহায়তা প্রদান করা। প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুদের অধিকার রক্ষার জন্য সহায়তাকারী সংস্থা। জাতি, ধর্ম, বর্ণ বা সাংস্কৃতিক পটভূমি নির্বিশেষে মানুষের সামাজিক দুঃখ-দুর্দশা দূর করার উদ্দেশে আমরা নিবেদিত। এছাড়াও হৃদয়ে সবুজ আশা নিয়ে সামাজিক বনায়নে বৃক্ষরোপণ আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত।

 
                                                 
                                                
                                             
                                                            .jpeg) 
                                                            .jpeg) 
                                                             
                                                            
Leave a Reply
Required fields are marked.