সবার সহযোগিতায় পারে কিছু মানুষের পেটের ক্ষুধা নিবারণ করতে
মৃন্ময় হৃদয়ে সবুজ আশা প্রতিষ্ঠাকাল ১ জানুয়ারি 2017 নিয়মিত হাত ধুই করোনা প্রতিরোধ করি সচেতন হই, সুস্থ্য সুন্দর জীবন গড়ি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই সবার সহযোগিতায় পারে, কিছু মানুষের পেটের ক্ষুধা নিবারণ করতে... সুধি হৃদয়ে সবুজ আশা নিয়ে মৃন্ময়' ১ জানুয়ারি ২০১৭ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্দেশ্য ছিল স্বাস্থ্য, শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুদের অধিকার রক্ষার জন্য সহায়তাকারী সংস্থা হিসেবে কাজ করা। জাতি, ধর্ম, বর্ণ বা সাংস্কৃতিক পটভূমি নির্বিশেষে মানুষের সামাজিক দুঃখ-দুর্দশা দূর করার উদ্দেশে আমরা নিবেদিত। বাংলাদেশ বর্তমানে লকডাউন হয়ে আছে করোনা ভাইরাস সংক্রমণের জন্য। তাতে ঘরে খাবার নাই গ্রামের নিম্নবিত্ত, দিনমুজুর ও যারা মানুষের কাছে সহযোগিতা চাইতে পারে না। আপনার বাড়িতে অনেক দিনের খাদ্য মজুদ থাকতে পারে কিন্তু গ্রামের নিম্নবিত্ত, দিনমুজুর যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের বাড়িতে হয়তো চুলা জ্বলবে না কয়েকদিন। আমরা চাই না কোন বৃদ্ধ বাবা জাতির সমানে কান ধরুক। আমরা চাই না কেউ না খেয়ে মারা যাক । এই লকডাউনের সময় আপনি বলতে পারেন একজন ভ্যানওয়ালা, দিনমুজুর অসচেতন বাঙালী। কিন্তু সেটা বলার আগে তাদের বাড়ির চুলার খবর নেবার দায় আমি আপনি এড়াতে পারিনা। অনাহারী মানুষগুলো আপনার-আমার সহযোগিতায় টিকে থাকলে এই আত্নতৃপ্তির সঙ্গী আমি-আপনি। গল্পের সেই বৃদ্ধের উক্তি দশের লাঠি একা'র বোঝা। সরকারের পাশাপাশি মৃন্ময় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চায় । মৃন্ময়ের পক্ষ থেকে ইতিপূর্বে এমন অনেক কার্যক্রম পারিচালিত হয়েছে। শুধু মৃন্ময়ের সহযোগিতায় খুব বেশি আগানো সম্ভব হবে না। আপানাদের সহযোগিতা খুবই প্রয়োজন। পোস্টটি পড়া মাত্র নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেবার চেষ্টা করুন। আমরা মৃন্ময় পরিবার আপনার সহযোগিতা নিম্নবিত্ত, দিনমুজুর ও যারা মানুষের কাছে সহযোগিতা চাইতে পারে না তাদের কাছে পৌঁছে দিব। আমাদের কাছে সাহায্যে পাঠানোর ঠিকানা বিকাশ : ০১৭২২১০৩০৩০, রকেট : ০১৭২২১০৩০৩০-১ কার্যালয় : দেবোত্তর বাজার, আটঘরিয়া, পাবনা www.mrinmoypabna.com

 
                                                 
                                                
                                             
                                                            .jpeg) 
                                                            .jpeg) 
                                                             
                                                            
Leave a Reply
Required fields are marked.